শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া (জিডিএম) বিভাগের ২৯ ও ৩০ ব্যাচের শিক্ষার্থীদের ভার্চুয়াল ডিজাইন পোর্টফোলিও ও গ্রাফিক ডিজাইন কাজের চূড়ান্ত প্রদর্শনী চলছে। ২৭ আগস্ট পর্যন্ত চিত্রকলা গ্যালারির ওয়েবসাইটে দর্শকরা এ প্রদর্শনীটি দেখতে পাবেন।
গত ২০ আগস্ট সন্ধ্যায় এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। চিত্রকলা গ্যালারির ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত এ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক শামসুন্নাহারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা ও পরিচালক আফজাল হোসেন, গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং পার্টনার ও কান্ট্রি হেড সৈয়দ গাউসুল আলম শাওন, এশিয়াটিক এক্সপেরিয়েন্টশিয়াল মার্কেটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইরেশ যাকের।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা স্থপতি হোসনে আরা রহমান এবং ফ্যাকাল্টি অব ম্যানেজমেন্ট অ্যান্ড জেনারেল স্টাডিজের ডিন মুহাম্মদ আবদুল হালিম শেখ ও জিডিএমের বিভাগীয় প্রধান শেখ শাহাবুদ্দিন আহম্মেদ, সমন্বয়ক মোহাম্মদ ফেরদাউস খান, অনুষ্ঠান সঞ্চালক আব্দুল হালিম মন্টু।
প্রদর্শনীতে শান্ত-মারিয়ামের জিডিএম ডিপার্টমেন্টের ২৯ ও ৩০তম ব্যাচের শিক্ষার্থীদের ব্যতিক্রমী গ্রাফিক্স এবং মাল্টিমিডিয়ার বিভিন্ন কাজ যেমন, ড্রয়িং, হরফশিল্প, পোস্টার ডিজাইন, ম্যাগাজিন ডিজাইন, নিউজপেপার ডিজাইন, কর্পোরেট আইডেন্টিটি ডিজাইন, ইলাস্ট্রেশন, নিউজপেপার অ্যাডভার্টাইজমেন্ট, টেলিভিশন কমার্শিয়াল, লোগো ডিজাইন ও ভিডিও এডিটিং, থ্রিডি এবং মোশন গ্রাফিক্স ওয়ার্ক ও মাল্টিমিডিয়া প্রভৃতি কাজ প্রদর্শিত হচ্ছে। সর্বমোট ৩৪ জন শিক্ষার্থী এই ভার্চুয়াল প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ