২৭ অক্টোবর, ২০২১ ০৬:৩৭

'জয়ী' অ্যাওয়ার্ড পেলেন বশেমুরকৃবি’র অধ্যাপক আইভী

অনলাইন ডেস্ক

'জয়ী' অ্যাওয়ার্ড পেলেন বশেমুরকৃবি’র অধ্যাপক আইভী

'জয়ী' অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক আইভী

কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ 'টপ প্রফেশনাল' ক্যাটাগরিতে 'জয়ী অ্যাওয়ার্ড' পেলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিবিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. নাসরীন আক্তার আইভী।

অধ্যাপক আইভী জানান, গত ২৩ অক্টোবর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত দেশের নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স (উই)-এর আয়োজনে দুইদিনের ‘উই সামিট-২০২১’র শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অধ্যাপক আইভীর হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এম পি, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওসিইও মোহাম্মদ মনিরুল মওলা, লংকা-বাংলা ফিন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, মি: খাজা শাহরিয়ার, ই-ক্যাব প্রেসিডেন্ট শমী কায়সার প্রমূখ। এতে উইয়ের সহস্রাধিক উদ্যোক্তা অংশগ্রহণ করেন। এদিন সামিটে বিভিন্ন ক্যাটাগরিতে ৫০ সফল নারী উদ্যোক্তাকে ‘জয়ী’ অ্যাওয়ার্ড দেয়া হয়।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বশেমুরকৃবি’র উপ-রেজিস্ট্রার (জনসংযোগ শাখা) মো. মজনু মিয়া এসব তথ্য জানান। কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার কৃতি এ অধ্যাপক শিক্ষা জীবনের প্রতিটি স্তরেই রেখেছেন মেধার স্বাক্ষর। ব্যক্তি জীবনে তিনি দুই পুত্র সন্তানের জননী।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর