২৮ অক্টোবর, ২০২১ ১০:০৫

‘এআইইউবি আন্তর্জাতিক বিজনেজ এন্ড ম্যানেজমেন্ট’ সম্মেলন কাল

প্রেস বিজ্ঞপ্তি

‘এআইইউবি আন্তর্জাতিক বিজনেজ এন্ড ম্যানেজমেন্ট’ সম্মেলন কাল

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর ফ্যাকাল্টি অব বিজনেজ এডমিনিস্ট্রেশন দ্বিতীয়বারের মত আয়োজন করতে যাচ্ছে ‘এআইইউবি আন্তর্জাতিক বিজনেজ এন্ড ম্যানেজমেন্ট সম্মেলন’। আগামী ২৯-৩০ অক্টোবর ২০২১ দুই দিনব্যাপী ভার্চুয়াল প্ল্যাটফর্মে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। সম্মেলনের মূল প্রতিপাদ্য, ‘আন্তর্জাতিক বাণিজ্যে দৃষ্টান্তমূলক পরিবর্তন’। 

সম্মেলনে স্বাগত বক্তব্য প্রদান করবেন এআইইউবি-এর উপাচার্য ড. কারমেন জেড লামাগনা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে থাকছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এর সদস্য অধ্যাপক ড. আবু তাহের, আইবিএ এর পরিচালক অধ্যাপক মোহাম্মদ এ. মোমেন, লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি এর ভারপ্রাপ্ত উপাচার্য ড. লাভি রাজগুপ্ত এবং গ্রামীণ ফোন লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ইয়াসির আযমান। 

সম্মেলনের প্রতিপাদ্য বিষয়কে প্রাধান্য রেখে ব্যবসায়িক বিভিন্ন বিষয়ে দেশি ও বিদেশি স্বনামধন্য ৫৫ জন শিক্ষাবিদ তাদের গবেষণা ও ফলাফল উপস্থাপন করবেন। এ আয়োজনের গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে নোমান গ্রুপ। এছাড়াও সিলভার স্পন্সর পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে যান্ত্রিক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, গ্লোব ফার্মাসিউটিক্যাল্স, এডিসন গ্রুপ এবং কোকা-কোলা।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর