বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, দেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধুর নাম যারা মুছে দিতে চেয়েছিল, তারা এটাকে বিকৃত করার পাঁয়তারা করেছিল। আজ জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি থেকে এখন উন্নয়নের রোল মডেল হয়ে দাঁড়িয়েছে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ব্লকে অডিটোরিয়ামে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণার চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
বিএসএমএমইউ উপাচার্য বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণের জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর স্বীকৃতি দেশের জন্য বড় সম্মানের। যাদের প্রচেষ্টায় ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে, তাদের রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করা উচিত। আমি তাদের সম্মানিত করার দাবি জানাচ্ছি।
বিডি প্রতিদিন/ফারজানা