চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় রক্তিম দে (২১) ও এনামুল হোসেন ওরফে সীমান্ত (২১) নামে দুইজনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার রাতে কলেজ ক্যাম্পাস থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুজনই চমেক এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
গতকাল শনিবার সকালে সংঘর্ষে মাহফুজুল হক (২৩), নাইমুল ইসলাম (২০) ও আকিব হোসেন (২০) নামে তিনজন আহত হন। এ ঘটনায় বাদী হয়ে মামলা করেন আকিবের ভাই তৌফিকুর রহমান।
সংঘর্ষের পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে চমেক। চমেক অধ্যক্ষ অধ্যাপক সাহেনা আকতার বলেন, ‘ছাত্রদের মধ্যে সংঘর্ষের কারণে একাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কলেজ বন্ধ থাকবে।’
সংঘাতের ঘটনা তদন্তে ড. মতিউর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা