বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনলোজি (বিইউএফটি) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি ও শিক্ষার্থীদের জন্য কোভিড ১৯ এর ভ্যাকসিন কার্যক্রম শুরু করেছে।
গত ১০ নভেম্বর থেকে মহাখালিস্থ DNCC এর করোনা আইসোলেশন সেন্টারে কোভিড-১৯ এর ভ্যাকসিন গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম (যিনি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের একজন সম্মানিত সদস্য) এর আন্তরিক প্রচেষ্টায় এ উদ্যোগ সফল হতে চলেছে।
এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড সহ সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি ও শিক্ষার্থীদের পক্ষ থেকে মেয়র মোঃ আতিকুল ইসলাম কে শুভেচ্ছা ও অভিননন্দন জানানো হয়। শিক্ষার্থীদের জন্য প্রতিদিন সকাল ৯ টা হতে মহাখালি DNCC এর করোনা আইসোলেশন সেন্টারে যাওয়া আসার জন্য বিশ্ববিদ্যালয়ের গাড়ির ব্যবস্থা করা হয়েছে। এ পর্যন্ত গৃহীত ব্যবস্থার ফলে বিশ্ববিদ্যালয়ের ৫৬৮ জন শিক্ষার্থী ভ্যাকসিন গ্রহণ করেছেন। বাকি শিক্ষার্থীদের ভ্যাকসিন নেওয়ার কাজ অব্যাহত রয়েছে।