সপ্তম আন্তঃবিশ্ববিদ্যালয় ছাত্র সম্মেলন ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ।
স্বাধীনতার ৫০ বছর উদযাপন উপলক্ষে এ সম্মেলনের এ বছরের প্রতিপাদ্য বিষয় ছিল ‘বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর: ভাষা, সাহিত্য ও সংস্কৃতি।’
সদ্যসমাপ্ত ২০২১ সালের ২৯ ও ৩০ ডিসেম্বর এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ বছর সম্মেলনে সরকারি ও বেসরকারি ১৮টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। সম্মেলনটির আয়োজন করে ইউল্যাব বিশ্ববিদ্যালয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ