গত এক সপ্তাহের চেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক লাফে করোনা শনাক্ত হার কমে এসেছে। গত সপ্তাহ জুড়ে যেখানে করোনা শনাক্তের হার ৭০ শতাংশের বেশি ছিল, আজ তা নেমে এসেছো ৩৬ শতাংশে। আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে সংগ্রহ করা ৯২টি নমুনা পরীক্ষার ৩৪টির ফলাফল পজিটিভ এসেছে।
রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগ থেকে পাঠানো কোভিড-১৯ টেস্ট রিপোর্ট এ তথ্য জানানো হয়। টেস্ট রিপোর্ট অনুযায়ী, এদিন রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থেকে তারা ৯২টি নমুনা সংগ্রহ করে। সেই ৯২টি নমুনার মধ্যে মাত্র ৩৪টির ফলাফল পজিটিভ এসেছে। বাকি ৫৮টি নমুনার ফলাফল এসেছে নেগেটিভ। শতকরা হিসাবে যা শনাক্তের হার ৩৬ দশমিক ৯৫ শতাংশ।
কোভিড-১৯ টেস্ট রিপোর্ট থেকে আরো জানা যায়, আক্রান্ত ৩৪ জনের মধ্যে নারী রয়েছেন ৬ জন। বাকি ২৮ জন পুরুষ। এদের মধ্যে ২৫ বছরের কম রয়েছেন ১৮ জন। আর ২৫ বছরের ঊর্ধ্বে রয়েছেন ১৬ জন।
বিডি প্রতিদিন/এএম