এক ঘণ্টা দেরিতে উপস্থিত হওয়ার কারণে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( যবিপ্রবি) ভর্তি হতে না পারা সেই নিপুন বিশ্বাস শেষ পর্যন্ত ভর্তির সুযোগ পাচ্ছেন। মঙ্গলবার যবিপ্রবি’র ডিনস কমিটির আহ্বায়ক ড. মো. মেহেদী হাসান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের বিশেষ নির্দেশে সংশ্লিষ্ট বিষয়ে একটি আসন বাড়িয়ে নিপুনকে ভর্তির সুযোগ করে দিয়েছে ডিনস কমিটি।
গত ৩০ জানুয়ারি বিকেল ৫টায় যবিপ্রবির স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ২০২০-২১ সেশনে তৃতীয়বারের মতো ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। বিজ্ঞপ্তি অনুযায়ী সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে উপস্থিত হয়ে ভর্তি হওয়ার কথা। কিন্তু স্মার্টফোন না থাকার কারণে নিপুন যবিপ্রবির ওয়েবসাইটে ঢুকে নোটিশটি দেখতে পারেননি। তার বাটন ফোনে বিশ্ববিদ্যালয় থেকে এ ব্যাপারে কোনো ফোন করা বা টেক্সট মেসেজও পাঠানো হয়নি।
নীলফামারীর বাসিন্দা নিপুন মাঝরাতে এক বড় ভাইয়ের কাছ থেকে বিষয়টি জানতে পেরে তখনই প্রতিবেশীদের কাছ থেকে ধারদেনা করে ২৩ হাজার টাকার ব্যবস্থা করেন। এরপর ১৫ হাজার টাকায় একটি মাইক্রোবাস ভাড়া করে যশোরের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু নীলফামারী থেকে যশোরের দূরত্ব অনেক বেশি এবং রাস্তা খারাপ হওয়ায় যবিপ্রবিতে পৌঁছাতে দুপুর ১২টা ৮ মিনিট বেজে যায়। এরপর অনেক অনুনয় বিনয় করলেও কর্তৃপক্ষ তাকে ভর্তি করেননি।
নিপুনের এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিষয়ে একটি আসন বাড়িয়ে তাকে ভর্তি করার এ সিদ্ধান্ত নেয়।
বিডি প্রতিদিন/হিমেল