ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. নিলুফা আক্তার বানু পদত্যাগ করেছেন। পরবর্তী সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত হলের সিনিয়র আবাসিক শিক্ষক রেজাউল করিম শিমুল ভারপ্রাপ্ত প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার বিকেলে আবাসিক শিক্ষক রেজাউল করিম শিমুল এ বিষয়টি নিশ্চিত করেছেন।
গত রবিবার রাতে অসহযোগিতা এবং খারাপ ব্যবহারের অভিযোগ তুলে হল প্রভোস্টের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন ওই হলের ছাত্রীরা। প্রায় দুই ঘণ্টা পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করেন। পরদিন সোমবার দুপুরে ছাত্রীরা বিশ্ববিদ্যালর উপ-উপাচার্যের কাছে ২৫টি দাবি সংবলিত একটি স্মারকলিপি দেন। পরে হল প্রভোস্ট অধ্যাপক ড. নিলুফা আক্তার বানু পদত্যাগ পত্র জমা দেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, গতকাল সোমবার ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন। আপাতত হাউজ টিউটররা হল চালাবেন। ভিসি স্যার ক্যাম্পাসে ফিরে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন