ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চার দলীয় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ফলিত পুষ্টি খাদ্য ও প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক শফিকুল ইসলাম।
উদ্বোধনকালে সহকারী প্রক্টর ট্যুরিজম হসপিটালিটি এন্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী শরিফুল ইসলাম জুয়েল ও বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সহ-সভাপতি হুমায়ুন কবীর শুভসহ খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার চার দলের মধ্যে প্রথম ও দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম সেমিফাইনালে আর্টিস্টান ফুটবল একাদশ ১-০ গোলে স্বাধীন বাংলা ফুটবল একাদশকে হারিয়েছে এবং দ্বিতীয় সেমিফাইনালে বাটারফ্লাই ফুটবল একাদশ ১-০ গোলে বিজয় একাত্তর ফুটবল একাদশকে হারিয়েছে।
আজ শুক্রবার বিকেল ৪টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। বিজয়ী দুই দল একে অপরের প্রতিদ্বন্দ্বীতা করবেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বলে জানিয়েছে খেলার আয়োজক বিশ্ববিদ্যালয় ফুটবল এসোসিয়েশন।
সহকারী প্রক্টর ট্যুরিজম হসপিটালিটি এন্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী শরিফুল ইসলাম জুয়েল বলেন, প্রযুক্তির এই যুগে স্বাধীনতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন অন্যদের প্রেরণা যোগাবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ