ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) গাজীপুর-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা বৃহস্পতিবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী এই নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রথম পর্বে আনন্দ শোভাযাত্রা ও বৃক্ষরোপন, দ্বিতীয় পর্বে আলোচনা সভা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সকালে শোভাযাত্রা ও বৃক্ষরোপনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ আহসান উল্লাহ মাস্টার মিলনায়তনে আলোচনা সভা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুনদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান। অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশের প্রতি আমাদের সকলের দায়বদ্ধতা আছে। দেশপ্রেমের মন্ত্রে আমাদের উজ্জ্বীবিত হতে হবে। উন্নত দেশ গড়ার জন্য আমাদেরকে দেশের সীমানা ছাড়িয়ে সারাবিশ্বে নিজেদের প্রতিষ্ঠা করার জন্য আরো উপযোগী করে গড়ে উঠতে হবে।
এসময় তিনি শিক্ষার্থীদের সময়ানুবর্তী ও পরিশ্রমী হওয়ার মাধ্যমে একজন আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রশীদ। টিই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শাহজালাল খন্দকারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. হিমাংশু ভৌমিক প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ