র্যাগিংয়ের শিকার হয়ে অসুস্থ অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে ভর্তি হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) এক নবীন শিক্ষার্থী। ভুক্তভোগী ওই ছাত্রের নাম সাগর চন্দ্র দে। তিনি সঙ্গীত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র।। শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের ২০৪ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
জানা যায়, নির্যাতনের শিকার সাগর চন্দ্র দে’ কে তার এক ব্যাচ সিনিয়র তিন শিক্ষার্থী ওই কক্ষে ডেকে নিয়ে যায়। পরে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। এক পর্যায়ে অসুস্থ পড়ে সে।
হলটির প্রভোস্ট কল্যাণাংশু নাহা জানান, আহত অবস্থায় শিক্ষার্থীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ধরনের নির্যাতন বা র্যাগিংয়ের ঘটনার বিরুদ্ধে অবশ্যই কঠিন ব্যবস্থা নিবে।
প্রসঙ্গত, এর আগে চলতি মাসের ৭ তারিখ বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী ওয়ালিদ নিহাকে নির্যাতনের ঘটনায় চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমন শাস্তি ঘোষণার মাত্র পাঁচদিন পর আবারও নির্যাতনের ঘটনা ঘটলো বিশ্ববিদ্যালয়টিতে।
বিডি প্রতিদিন/হিমেল