নানা আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, পুরস্কার বিতরণ, কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম। এরপর উপাচার্যের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে সামনে এসে শেষ হয়।
এরপর মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর একে একে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, কর্মকর্তা, বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, আবাসিক হল, বিভিন্ন বিভাগ, প্রেসক্লাবসহ অন্যান্যরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
পরে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আলোচনা সভায় এসে মিলিত হয়। সভা শেষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর সকলের অংশগ্রহণে কেক কাটা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান, শিক্ষক সংগঠন ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন হল কর্তৃপক্ষ নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করেছে।
উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, ’জাতির পিতার স্বপ্নকে লালন করে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সকলকে এগিয়ে আসতে হবে। তাহলেই জাতির পিতার স্বপ্ন বাস্তবায়িত হবে।’
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন