রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইতিহাস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দশম দ্বি-বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা অবমুক্তকরণের মাধ্যমে এই সম্মেলন শুরু হয়।
জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন শেষে শোভাযাত্রা নিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের ড. শামসুজ্জোহা সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পাস্তবক অর্পণ শেষে সিনেট ভবনে এক আলোচনা সভায় অংশ নেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা।
আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ওমর কবীর কুমার। স্বাগত বক্তব্য শেষে বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা এবং অ্যালামনাই আওয়ার্ড ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। এরপর শুরু হয় মূল আলোচনা পর্ব। আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের সভাপতি ড. মাহমুদা খাতুন।
সেখানে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য চৌধুরী মো. জাকারিয়া ও উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল- ইসলাম।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ