রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শহীদ মিনারে টিকটক ভিডিও ও অশালীন কার্যক্রম করায় ছয়জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা।
শনিবার দুপুর আড়াইটার দিকে শহীদ মিনার চত্বর থেকে তাদের আটক করা হয়। পরে সন্ধ্যায় প্রক্টর দপ্তরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় তাদের।
আটক ব্যক্তিরা হলেন-রাজ আহমেদ, শামীম রেজা, শাকিল, মলি খাতুন, সুমাইয়া সুলতানা, অর্পিতা ও সজীব ইসলাম। তাদের কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয় বলে জানা গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে অশালীন কার্যক্রম করছে কয়েকজন তরুণ-তরুণী, এমন খবর পেয়ে আমরা সেখানে যাই। সেখানে শহীদ মিনার বেদীতে জুতা পায়ে ওঠাসহ কিছু দৃষ্টিকটু ভঙ্গিতে ভিডিও করছিল তারা। তারা টিকটক ভিডিও করছিল। তাদের কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়।
তিনি আরও বলেন, দুপুরে আটক করে তাদের প্রক্টর অফিসে আনা হয়। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ক্যাম্পাসে এসে অশালীন কার্যকলাপের সাথে যুক্ত থাকায় তাদের সতর্ক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই