কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত-এর পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি আয়োজন করেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা।
ঢাকার বনানীস্থ শেরাটন হোটেলে দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ২০ মার্চ বিকাল ৪ টায় এই সভাটির আয়োজন করা হয়।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এই আলোচনা সভায় বঙ্গভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথির মুল্যবান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনিসহ অন্যান্য বিশেষ অতিথিবৃন্দও বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানের পৃষ্ঠপোষক কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত বলেন, “জাতির পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করার প্রত্যয়ে আমরা অঙ্গীকারাবদ্ধ। রূপকল্প ২০৪১ এবং ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নের মাধ্যমে আমরা জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এরই অংশ হিসেবে আমরা আজকের আলোচনা সভার মতো গুরুত্বপূর্ণ সব অনুষ্ঠান, সভা এবং কর্মকাণ্ডের পাশে থাকার চেষ্টা করি। ভবিষ্যতেও শিক্ষাসহ বিভিন্ন খাতের উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশে থাকার কার্যক্রম অব্যহত রাখবো”।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন