ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিনদিন ব্যাপী বইমেলার প্রথম দিনেই জমে উঠেছে। সকাল থেকেই মেলায় ও স্টলগুলোতে শিক্ষার্থী, দর্শনার্থী এবং ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। স্টলগুলোতে শোভা পাচ্ছে বিভিন্ন ধরনের বই। স্টলের সামনে ফটো ফ্রেমে দাঁড়িয়ে ছবি তুলছেন শিক্ষার্থীসহ মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এএনএইচ এন্টারপ্রাইজ লিমিটেডের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ (ঐক্যমঞ্চ) এর আয়োজিত উদ্বোধনী আলোচনা সভায় তিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান।
এরপর বাংলা মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. জাহাঙ্গীর হোসেন, সহকারী প্রক্টর ড. আমজাদ হোসেন, বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল, রেজিস্ট্রার মু. আতাউর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভা শেষে বইমেলার স্টল ঘুরে দেখেন উপ-উপাচার্য ড. মাহবুবুর রহমান। এ সময় তাদের নিজেদের উদ্যোগে এমন আয়োজনকে সাধুবাদ জানান। তিনদিন ব্যাপী বইমেলা ও ক্লাব ফেস্টিভ্যালে মোট ২৫টি স্টলের মধ্যে ২২টিতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর ও বাকি দুই স্টলে মিডিয়া কর্নার, স্পন্সরের প্রদর্শনী স্টল এবং ঐক্যমঞ্চের হেল্প ডেস্ক রয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে ৬টা পর্যন্ত চলবে বইমেলা। বিকেল সাড়ে ৪টা থেকে ৬টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এদিকে প্রথমদিন বই বিক্রি করে সন্তুষ্ট বিক্রেতারা। রোটার্যাক্ট ক্লাবের স্টলের বিক্রেতা নাহিদ বলেন, ‘আজকে বই ভালো বিক্রি হয়েছে। পথের পাচালী এবং আহ্বান বই দুইটি বেশি বিক্রি হয়েছে। আশা করি আগামী দুইদিন আরও বেশি বই বিক্রি করতে পারব’।
বিডি প্রতিদিন/আবু জাফর