রাজশাহীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুই কৃষক আত্মহত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। আজ বুধবার (৩০ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনকসহ বিপ্লবী ছাত্র মৈত্রী সংগঠন ও সমাজতান্ত্রীক ছাত্র ফ্রন্ট সংগঠনের প্রায় অর্ধ-শতাধিক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক বলেন, উত্তর বঙ্গে বরেন্দ্র ডিপটিউবয়েলগুলো সিন্ডিকেটের কাছে নিয়ন্ত্রিত। রাজশাহীর গোদাগাড়ীর ডিপটিউবয়েলের দায়িত্বে ছিলেন সাখাওয়াত। কৃষক অভিনাথ ও রবি মার্ডি কৃষি জমিতে সেচের পানির জন্য তার কাছে গেলে সে তাদের বিষ পান করতে বলে। তারা বিষ পান করে ঘটনাস্থলে একজন মারা যান আরেক জন পরের দিন মারা যায়। এটি আত্মহত্যা নয় হত্যা। আমি এর বিচার চাই। অতিদ্রুত সাখাওয়াতের গ্রেফতার দাবি জানাই।
মানববন্ধনে উপস্থিত সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক হৃদম সাহারিয়ার বলেন, এই হত্যাকাণ্ডে প্ররোচনাকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক।
মানববন্ধনে উপস্থিত রাজশাহী নিউ ডিগ্রি কলেজের শিক্ষার্থী মার্ক বাস্কে বলেন, এটি কোনভাবেই আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার মতো ঘটনা নয়। এটি একজনকে তার সুবিধা থেকে বঞ্চিত করে হত্যা করা।
এছাড়াও মানববন্ধনে 'ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি দাও' পাহাড় সমতলে আদিবাসীদের উপর জুলুম বন্ধ করো, নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দাও, ইত্যাদি প্লাকার্ড প্রদর্শন করে প্রতিবাদ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল