মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন, জীবনের অধিকাংশ সময় বঙ্গবন্ধু বাঙালি জাতিকে শোষণ ও নিপীড়নের হাত থেকে মুক্ত করার জন্য জেল-জুলুম সহ্য করেছেন। তিনি দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে মাত্র সাড়ে তিন বছরের মধ্যে যুদ্ধ-বিধ্বস্ত এই দেশকে ঘুরে দাঁড় করিয়েছেন। আমরা তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্রমুক্ত উন্নত বাংলাদেশ গড়ে তুলব-এই হোক আজকের অঙ্গীকার।
তিনি বুধবার বিকেলে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম হাবিবুর রহমানের সভাপতিত্বে শহীদ আহ্সান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, এমপি। এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রশীদ ও পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডুয়েটের পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, বাংলাদেশ ছাত্রলীগ, ডুয়েট শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী বিনয় ব্যানার্জী, অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন মোল্লা, কর্মচারী সমিতির সভাপতি মো. মোক্তার হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম