‘প্রত্যেকে আমরা পরের তরে’ প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ স্কাউট দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে সংগঠনটি। শুক্রবার সকালে এ পরিচ্ছন্নতা অভিযানে নামে বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের সদস্যরা।
ক্যাম্পাসের ক্রিকেট মাঠ, পেয়ারা বাগান ও জিমনেশিয়াম সংলগ্ন এলাকাসহ বিভিন্ন স্থানে তারা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। এসব স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন অনুষ্ঠান, বনভোজন ও ইফতার পরবর্তী ফেলে দেওয়া আবর্জনা পরিষ্কার করে ১৫ বস্তা আবর্জনা বস্তাবন্দী করেন স্কাউটের সদস্যরা। পরে সেগুলো নির্দিষ্ট স্থানে ফেলে দেওয়া হয়।
এর আগে, দিবসটি উপলক্ষে সকাল ৮টায় পতাকা উত্তোলন করা হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইবি রোভার স্কাউট গ্রুপের ইউনিট কাউন্সিল সাধারণ সম্পাদক রোভার মুসা হাশেমীসহ সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউনিট কাউন্সিল সভাপতি আখতার হোসেন আজাদ বলেন, বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ সেবামূলক কর্মকাণ্ডের পাশাপাশি ক্যাম্পাসকে নির্মল রাখতে নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় আজকের এই পরিচ্ছন্নতা অভিযান। আমাদের একটু সচেতনতায় পারে আমাদের ক্যাম্পাসকে সুন্দর ও নির্মল রাখতে। তিনি সবাইকে ময়লা নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/এমআই