নোয়াখালী বিজ্ঞানও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রশাসনিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে চতুর্থ তলার দুটি কক্ষে ৪/৫টি কম্পিউটার ও আসবাবপত্র পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৮ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২১শে এপ্রিল মধ্যে রিপোর্ট জমা দিবে এ কমিটি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আগুনে পুড়ে যাওয়া কক্ষ গুলোর মধ্যে রয়েছে, বিশ্ববিদ্যালয় ডিন রুম, এমআইএস রুম ও একটি খালি কক্ষ।
নোয়াখালী সদর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আফসার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নোয়াখালী বিজ্ঞানও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রশাসনিক ভবনের ৪র্থ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এতে প্রশাসনিক ভবনের দুটি কক্ষ ক্ষতিগ্রস্থ হয়েছে। ওই সময় আগুনের প্রচন্ড ধোয়ায় ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য অসুস্থ হয়ে পড়ে।
বিশ্ববিদ্যালয়ের উপচার্য ড. দিদার উল আলম জানান, এ ঘটনায় ৮ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২১শে এপ্রিল মধ্যে রিপোর্ট জমা দিবে এ কমিটি। এ কমিটি অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির নিরুপন করবে।
বিডি প্রতিদিন/হিমেল