স্থানীয়দের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে শিক্ষার্থীদের ওপর হামলায় উদ্বেগ প্রকাশ করে বলা হয়, মায়ের কোলকে যেমন নিরাপদ মনে করা হয় ঠিক তেমনি বিশ্ববিদ্যালয়কেও শিক্ষার্থীরা নিরাপদ মনে করে। কিন্তু এখন ক্যাম্পাসের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হয়েছে। মায়ের কোলেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধর করা হয়েছে।
নিরাপত্তা দাবি করে শিক্ষার্থীরা বলেন, ভবিষ্যতে শিক্ষার্থীদের ওপর হামলা হোক আমরা সেটা চাই না।ক্যাম্পাসে নিরাপত্তার দায়িত্ব প্রশাসনের উল্লেখ করে কর্তৃপক্ষের কাছে তারা নিরাপদ ক্যাম্পাসের দাবি জানান।
প্রসঙ্গত, গত ১৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের রেল ক্রসিং এলাকায় বিকালের দিকে সিএনজি ঘুরানোকে কেন্দ্র করে আরফাত রায়হান নামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের সঙ্গে এক সিএনজিওয়ালার তর্কাতর্কি হয়। এ নিয়ে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায় স্থানীয়রা। এত অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হন।
বিডিপ্রতিদিন/কবিরুল