পবিত্র শব-ই-কদর, মে দিবস ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২৪ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত ক্লাসসমূহ বন্ধ থাকবে। এছাড়াও অফিসসমূহ ২৭ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত বন্ধ থাকবে।
আজ বুধবার রাবি জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ ২৭ এপ্রিল (বুধবার) দুপুর ২টার মধ্যে খালি করতে বলা হয়েছে। হলসমূহ ৮ মে (রবিবার) সকাল ১০টায় খুলে দেয়া হবে।