ঢাকার নিউমার্কেটে ঢাকা কলেজের শিক্ষার্থী ও সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে এবং কুরিয়ার সার্ভিস কর্মী হত্যার বিচারসহ তার পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সরকারি বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বুধবার সকাল ১১টায় ক্যাম্পাসের শহীদ মিনার চত্ত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়। সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের কিছু শিক্ষার্থী সংহতি প্রকাশ করে এই মানববন্ধনে অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন মাহফুজ নুসরাত মোনা, নাজমুল ইসলাম, নাহিদ ইসলাম নাইমুল ইসলাম মুন্না ও সরকারৈ সৈয়দ হাতেম আলী কলেজ শিক্ষার্থী মাহমুদুন্নবীসহ অন্যান্যরা।
বক্তারা ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর অসৎ ব্যবসায়ীদের হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। একই সাথে ওই ঘটনার তথ্য সংগ্রহ করতে গিয়ে ব্যবসায়ীদের হামলায় সাংবাদিক আহত হওয়ার প্রতিবাদ জানানো হয় মানববন্ধনে। ওই হামলার মধ্যে পড়ে কুরিয়ার সার্ভিস কর্মী নিহত হওয়ার প্রতিবাদ জানান বক্তারা। তারা হামলাকারীদের চিহ্নিত করে যাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন এবং নিহত কুরিয়ার সার্ভিস কর্মীর পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।
একই দাবিতে সন্ধ্যা সাড়ে ৭টায় বরিশালের সকল সরকারি-বেসরকারি কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে থেকে একটি মশাল মিছিলের আয়োজন করেছে শিক্ষার্থীরা।