সামাজিক যোগাযোগমাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক মীর সোহরাব হোসেনের সম্মানহানির অভিযোগে শত কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করেছেন শিক্ষকের স্ত্রী সানজিদা খান। বুধবার তিনি খুলনার যুগ্ম জেলা জজ প্রথম আদালতে মামলাটি দায়ের করেন।
মামলায় খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই জন শিক্ষকসহ ছয়জনকে বিবাদী করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী ড. মো. জাকির হোসেন। আদালত ১৮ মে মামলার পরবর্তী দিন ধার্য করেছেন।
এজাহারে বলা হয়, ২০২০ সালের ৫ অক্টোবর ফেসবুকে ‘জেরিন তাসনিম-৩’ নামক আইডিতে অধ্যাপক মীর সোহরাব হোসেনের বিরুদ্ধে যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ করা হয়। সেসব তথ্য যাচাই না করেই আরও কয়েকজন নিজ নিজ ফেকবুক আইডিতে লিংক শেয়ার ও কমেন্টস করেন। তাদের এসব অপপ্রচারে অনেকেই অপ্রীতিকর নানা মন্তব্য করেন।
বাদী সানজিদা খান জানান, বিবাদীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্বামীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সম্মানহানি করেছে। তিনি সামাজিক, পারিবারিক ও কর্মস্থলসহ দেশে-বিদেশে হেয়প্রতিপন্ন হয়েছেন। এ কারণে ন্যায় বিচার পেতে আদালতে ক্ষতিপূরণ মামলা করেছেন।
বিডি প্রতিদিন/এমআই