রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কৃতি খেলোয়াড়দের ব্লেজার প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এক অনুষ্ঠানে ব্লেজার প্রদান করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া ও কোষাধ্যক্ষ প্রফেসর মো. অবায়দুর রহমান প্রামাণিক। এতে সভাপতিত্ব করেন ব্লেজার কমিটির সভাপতি উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম। শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. আছাদুজ্জামান অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন।
অনুষ্ঠানে ২০১৭ সালের ১৩তম জাতীয় সামার এথলেটিক্স ও ৪১তম জাতীয় এথলেটিক্স; ২০১৮ সালের আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট, আন্তঃবিশ্ববিদ্যালয় ওয়াটারপোলো, আন্তঃবিশ্ববিদ্যালয় এথলেটিক্স; ২০১৯ সালের আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ও আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতার এবং ২০২০ সালের আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন (ছাত্রী) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় দলের ৭২ জন খেলোয়াড় ও কর্মকর্তাকে ব্লেজার প্রদান করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর