ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের বৃহস্পতিবারের (২১ এপ্রিল) অনার্স তৃতীয় বর্ষের (বিশেষ) পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাটি আগামী ২১ মে অনুষ্ঠিত হবে।
আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরীর সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২০ সালের অনার্স তৃতীয় বর্ষ (পুরাতন সিলেবাস) অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার সময়সূচি অনিবার্য কারণবশত নিম্নরূপ পরিবর্তন করা হলো।
এছাড়া ২০২০ সালের স্নাতক তৃতীয় বর্ষের (পুরাতন সিলেবাস) অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার অন্যান্য সূচি অপরিবর্তিত থাকবে।
বিডি-প্রতিদিন/শফিক