শব-ই-কদর, জুমাতুল বিদা, মে দিবস, পবিত্র ঈদ-উল-ফিতর, গ্রীষ্মকালীন অবকাশ ও বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আগামী মঙ্গলবার (২৬ এপ্রিল) থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে অফিস ও ক্লাস-পরীক্ষা ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটি শেষে আগামী ১৫ মে হতে যথারীতি অফিসসমূহ খুলবে এবং ১৭ মে হতে ক্লাস ও পরীক্ষা চলবে।
এবছর বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে ১৫ মে-এর পরিবর্তে ১৬ মে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। উল্লিখিত ছুটিকালীন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খোলা থাকবে।
বিশ্ববিদ্যালয় উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ আলী জানান, উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৮৬তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর