বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে রবিবার ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দের বিশ্ববিদ্যালয় পরিচিতিমূলক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি এবং ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মো. আবিয়ার রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর নবনিযুক্ত কর্মকর্তাদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে বলেন, কৃষি শিক্ষা ও গবেষণায় দেশের অন্যতম সেরা এ বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা হিসেবে আপনাদের যোগদান বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে আরও কার্যকর ভূমিকা রাখবে। সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ আপনাদের কর্মদক্ষতাকে আরও গতিশীল করবে।
এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ পরস্পর সৌহাদ্যপূর্ণ কর্মপরিবেশে বিশ্ববিদ্যালয়কে আরও সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবেন এ প্রত্যাশা আপনাদের সবার কাছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন (আইকিউএসি) অতিরিক্ত পরিচালক (ইটিএল) প্রফেসর ড. মো. মোতাহার হোসেন। এসময় আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক (কিউএ) ড. আসিফ রেজা অনীক উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর