১৪ মে, ২০২২ ০২:৫১

মাঝরাতেও উত্তপ্ত ইডেন কলেজ

অনলাইন ডেস্ক

মাঝরাতেও উত্তপ্ত ইডেন কলেজ

ছাত্রলীগের কমিটি দেওয়াকে কেন্দ্র করে মাঝরাতেও উত্তপ্ত রয়েছে রাজধানীর ইডেন মহিলা কলেজের ক্যাম্পাস। শুক্রবার রাত সাড়ে ৯টায় ইডেন কলেজ ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ ও শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও ফের শুরু হয় বিক্ষোভ।

শুক্রবার দিবাগত রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে উত্তেজনা বিরাজ করছিল। পুলিশ কলেজের আশপাশ এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে। শিক্ষার্থীরা জানায়, শুক্রবার ইডেন মহিলা কলেজের ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পরই উত্তপ্ত হয়ে ওঠে ইডেন কলেজ। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। 

এর আগে, রাজধানীর ইডেন মহিলা কলেজে বাংলাদেশ ছাত্রলীগের আংশিক কমিটি দেওয়া হয়। ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব নতুন কমিটির অনুমোদনের কথা জানানো হয়েছে। 

এতে ইডেন মহিলা কলেজে ৪৩ সদস্যের কমিটিতে সভাপতি করা হয়েছে তান্নামা জেসমিন রিভাকে। সাধারণ সম্পাদক করা হয়েছে রাজিয়া সুলতানাকে। ৩০ জন সহ-সভাপতি, ৫ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ৭ জন সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর