২৩ মে, ২০২২ ০৩:৫৭

গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের ৯৯ ব্যাচের পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের  ৯৯ ব্যাচের পুনর্মিলনী

গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের এসএসসি ৯৯ ব্যাচের প্রথম  পুনর্মিলনী আয়োজিত হতে যাচ্ছে।  আগামী ঈদ উল আযহার ৩য় দিনে স্কুল প্রাঙ্গণে আনন্দ আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হবে এই পুনর্মিলনী। দেশ-বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই ব্যাচের সবাইকে পুনর্মিলনীতে অংশগ্রহণের আহবান জানিয়েছে অনুষ্ঠানের আয়োজক কমিটি। 

আয়োজক কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দীর্ঘ ২৩ বছর পরে আমরা আবার একসাথে স্কুল মাঠে হাটতে চাই, একসাথে আড্ডা দিতে চাই।  ১৯৯৯ সালের একদিন যেখান থেকে বিদায় বলেছিলাম বন্ধুদের, ঠিক সেখানেই।’  

আয়োজক কমিটি জানায়, ঈদ উল আযহার দিনক্ষণ চাঁদের উপর নির্ভরশীল হওয়ায়  ঈদের দিনকে ১ম দিন ধরে ৩য় দিনে পুনর্মিলনীর তারিখ নির্ধারণ করা হয়েছে।  এ দিনের আয়োজনে থাকবে র‍্যালি,  ভোজ,  সাংস্কৃতিক অনুষ্ঠান।  আর সবচেয়ে বেশি থাকবে প্রিয় বন্ধুদের সাথে আড্ডা। সেই সঙ্গে সুযোগ হবে সকল বন্ধুদের পরিবারের সদস্যদের সঙ্গে পরিচিত হওয়ার।  

পুনর্মিলনী সংক্রান্ত যেকোন তথ্যের জন্য সাঈদ (01717-639864), সেতু (01710-646779), সুজনের (01712-149974) সাথে যোগাযোগ করা যাবে।


বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর