বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ঢাকাসহ দেশের অন্য বিভাগীয় শহরের ৮টি বিশ্ববিদ্যালয়ে শুক্রবার একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা শুরু হয়। শেষ হয় বেলা সাড়ে ১২টায়। প্রথম দিন ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেয় ৪শ’ ৩০জন পরীক্ষার্থী। পরীক্ষা শুরুর আগে কেন্দ্র পরিদর্শন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়েল উপাচার্য।
ঢাকার বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হওয়ায় কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে আগামীতে সকল বিশ্ববিদ্যালয়ে এক ছাতার নিচে ভর্তি পরীক্ষা আয়োজন করার আহ্বান জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
এদিকে ঢাবি’র ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে আইন শৃঙ্খলা বাহিনী।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ