৪৪তম বিসিএস পরীক্ষা দিতে গিয়ে কেন্দ্রের সামনে লুটিয়ে পড়া সেই প্রার্থী আর বেঁচে নেই। গতকাল বৃহস্পতিবার রাতে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার নাম ইমরান হোসেন সুমন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
সংবাদমাধ্যমকে ইমরানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ভাই শিমুল হোসেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে তিনি জানান।
শিমুল হোসেন বলেন, বিসিএস পরীক্ষা দিতে গিয়ে আমার ভাই স্ট্রোক করে। এরপর টানা ছয়দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর গতকাল রাত সাড়ে ১২টায় মৃত্যুবরণ করে। মৃত্যুর পর রাত ৩টার দিকে রওনা দিয়ে হাসপাতাল থেকে ইমরানকে নিয়ে গ্রামের বাড়ি যশোরে আসি। আজ শুক্রবার দুপুরে জোহরের নামাজের পরে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।
‘ইমরানের বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন ছিল। সে অনুযায়ী পড়াশোনাও করেছিল। কিন্তু তার ভাগ্যে পরীক্ষাটাও ছিল না। পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগেই সে স্ট্রোক করে। শুধু তার একার স্বপ্ন ভাঙেনি, স্বপ্ন ভেঙেছে আমাদের পরিবারের সবার,’- বলেন তিনি।
উল্লেখ্য, গত ২৭ মে ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিতে গিয়ে সরকারি তিতুমীর কলেজ কেন্দ্রের সামনে লুটিয়ে পড়েন ইমরান। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে আগারগাঁওয়ের ন্যাশনাল নিউরোসায়েন্স ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ