বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান বলেছেন, বড় ও বহুমুখী সংকটের মুখে বৈশ্বিক অর্থনীতি। মহামারীর কারণে আগে থেকেই খাদ্য সংকট ছিলো। বৈশ্বিক সাপ্লাই চেইনগুলোও করোনার কারণে ঝুঁকিতে ছিলো। এরপরে পুনরুদ্ধার শুরু হতে না হতেই অনাকাঙ্ক্ষিত রুশ-ইউক্রেন যুদ্ধ। এর ফলে সাপ্লাই চেইনগুলোতে ঝুঁকি আরো বেড়েছে। সব ধরণের জ্বালানির মূল্য বেড়েছে। খাদ্যপণ্যেরও মূল্য বেড়েছে। সার্বিক মূল্যস্ফিতিতে চাপে পড়েছে মানুষ।
আজ মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃক আয়োজিত ‘বৈশ্বিক অর্থনীতি ও বাংলাদেশের বাস্তবতা’ শীর্ষক এক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে অনুষ্ঠিত হয় সেমিনারটি।
এসময় তিনি আরও বলেন, মূদ্রার অবমূল্যায়নের ফলে সব দেশেই জনসাধারণ মূল্যস্ফিতির চাপে পড়েছে। ব্রাজিলে মাঠে ফসল থাকলেও শহরাঞ্চলে খাদ্যের দাম উচ্চ। জীবনযাপনের ব্যয় বৃদ্ধির কারণে নিউজিল্যান্ডের মানুষ পাড়ি জমাচ্ছে অস্ট্রেলিয়ায়। ঘানায় পানির দাম বেড়ে যাওয়ায় রেস্টুরেন্ট ব্যবসায় ধ্বস। ইতালির ইস্পাত শিল্পে ক্রয় আদেশ থাকলেও ইউক্রেন থেকে কাচামাল না আসায় বিপাকে উদ্যোক্তারা। থাইল্যান্ডের চালের রপ্তানি চাহিদা থাকলেও আমদানি করা সারের উচ্চমূল্যে কৃষকরা চাপে আছেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালামের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাবি উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মোঃ জাকারিয়া। সেমিনারে সভাপতিত্ব করেন রাবির উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল- ইসলাম।
বিডি প্রতিদিন/নাজমুল