ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চ-ইউনিটে ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান অংশে উত্তীর্ণদের অংকন পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২ জুলাই।
আজ শুক্রবার ঢাবির ২০২১-২০২২ শিক্ষাবর্ষের চারুকলা অনুষদভুক্ত 'চ' ইউনিটের সাধারণ জ্ঞান অংশের ভর্তি পরীক্ষার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশের অন্য ৭টি বিভাগীয় শহরে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ।
চ-ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে এ বছর আবেদনকারীর সংখ্যা ছিল ৭,৪৪০ জন। সে হিসেবে সাধারণ জ্ঞান অংশে একটি আসনের বিপরীতে লড়েছেন ৫৭ জনের বেশি ভর্তিচ্ছু।
এতে ৪০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষা নেওয়া হয়েছে। সময় ছিলো ৩০ মিনিট।
এ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরে মেধাক্রম অনুযায়ী প্রথম এক হাজার ৫০০ জন আগামী ২ জুলাই ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। ওই পরীক্ষার জন্য বরাদ্দ থাকবে ৪৫ মিনিট।
বিডি প্রতিদিন/নাজমুল