রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফার্মেসি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. আনোয়ার উল ইসলাম (৬৮) গতকাল বিকালে মারা যান। এরপর তার মরদেহ ফরিদপুরের নিজ বাড়িতে নেওয়া হলে তার মা রহিমা বেগম (৮৭) অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে আজ শনিবার সকালে তিনিও মৃত্যুবরণ করেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
অধ্যাপক আনোয়ার উল ইসলামের মেয়ে সানীন নাহীরা জানান, বাবার মরদেহ আনার পরপরই দাদী অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তার ব্রেইন স্ট্রোক হয়। পরবর্তীতে হাসপাতালে নেওয়া হলে আজ সকালে তিনি মারা যান।
আজ বিকালে ফরিদপুরে অধ্যাপক আনোয়ার উল ইসলাম এবং তার মায়ের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বিকালে ঢাকার একটি হাসপাতালে অধ্যাপক আনোয়ার উল ইসলাম শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধ্যাপক আনোয়ার উল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করে রাবির ফার্মেসি বিভাগের প্রতিষ্ঠার শুরুর দিকে শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি ওই বিভাগের সভাপতি, বিজ্ঞান অনুষদের ডিন ও বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
এছাড়াও, অধ্যাপক আনোয়ার উল ইসলাম বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস সোসাইটির সহ-সভাপতির দায়িত্বও পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ঢাকাস্থ বেসরকারি স্টেট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর