ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) সামার সেমিস্টার ২০২২ এর নবাগত শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। গত ১৬ জুন সকালের সেশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের প্রশাসনিক প্রধান আন্দ্রেয়াস হিউবার্গার।
বিকেলের সেশনে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদী গ্রুপের পরিচালক নাভিদুল হক। ভার্চুয়াল আলোচনায় তিনি শিক্ষার্থীদের সময়ের প্রতি যত্নবান হবার আহ্বান জানিয়ে বিশ্ববিদ্যালয় জীবনের চার বছরকে পরিকল্পনা মাফিক কাজে লাগানোর উপর জোড় দেন।
ইউল্যাব বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য ড. মালিহা মান্নান আহমেদ লিবারেল আর্টস শিক্ষার গুরুত্ব তুলে ধরেন, যখন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ইমরান রহমান নবীনদের বিশ্ব নাগরিক হয়ে উঠবার পরামর্শ দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউল্যাবের স্টুডেন্টস অ্যাফেয়ার অফিসের পরিচালক রেহান আহমেদ।
বিডি প্রতিদিন/হিমেল