পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী ২ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে অফিসসমূহ ১৩ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে।
আজ রবিবার দুপরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ উপলক্ষে আগামী ২ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে এবং আগামী ২ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত অফিসসমূহ বন্ধ থাকবে। এসময় যথারীতি অব্যাহত থাকবে জরুরি পরিসেবাগুলো (বিদ্যুৎ, পানি, ইন্টারনেট, স্বাস্থ্যসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি)।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ