নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার অনুষ্ঠিত হয়।
এ বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথমবর্ষে বাণিজ্য বিভাগে পরীক্ষায় ১৭১০জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এদিকে প্রতিটি আসনের বিপরীতে লড়ছেন ১১ জন পরীক্ষার্থী।
মনোরম ও সুন্দর পরিবেশে শৃঙ্খলা বজায় রেখে পরীক্ষা শেষ হয়েছে। বিভিন্ন জেলা থেকে আসা পরীক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত। নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ