জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এবং জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের আয়োজনে দিনব্যাপী এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তি কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং এপিএ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, সভাপতি হিসেবে ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ড. ফেরদৌস জামান।
এছাড়াও প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের পরিচালক ও এপিএ কমিটির সাথে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এমআই