রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাহিত্য ও গবেষণা পত্রিকা ‘নিরিখ’ আন্তর্জাতিক তৃতীয় মিলনমেলা আগামী ৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে। এ বছর সম্মেলনে দেশ-বিদেশ থেকে আগত প্রায় ৫৮ জন গবেষক তাদের প্রবন্ধ উপস্থাপন করবেন। সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নিরিখ সাহিত্য সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক মোস্তফা তারিকুল ইসলাম।
সম্মেলন কমিটি সূত্রে জানা গেছে, রাবিতে আগামী ৯ ও ১০ নভেম্বর দেশ-বিদেশের তরুণ প্রাবন্ধিক ও গবেষকদের নিয়ে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই আন্তর্জাতিক মিলনমেলা। প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের ড. এমএ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই সম্মেলন।
জানা গেছে, সম্মেলনে তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথি তাদের নিবন্ধন সম্পন্ন করেছেন। সম্মেলনে সব মিলিয়ে ৮০ জন স্কলার বক্তব্য প্রদান করবেন। এর মধ্যে ভারতের গুরুত্বপূর্ণ সকল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা উপস্থিত থাকবেন। সাতটি অধিবেশনে অনুষ্ঠিত দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। প্রথমদিন ‘সাহিত্যে সমকাল’ শীর্ষক মুখবন্ধ বক্তৃতা দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ আযম এবং দ্বিতীয় দিন ‘সমকালের সাহিত্য’ শীর্ষক বক্তৃতা দিবেন কথাশিল্পী মনো চিকিৎসক মামুন হুসাইন।
বিডি প্রতিদিন/এমআই