বাংলাদেশ ছাত্রলীগ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে আগামী এক বছরের মো. রাহাত মোড়লকে সভাপতি এবং আশিকুল ইসলাম আশিককে সাধারণ সম্পাদক করা হয়েছে।
আজ (শনিবার) সন্ধ্যা পৌনে আটটায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩৩ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়।
কমিটিতে ২৩ জনকে সহ সভাপতি, ৪ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ৪ জনকে সাংগঠনিক করে নবগঠিত কমিটির অনুমোদন দেয়া হয়।
উল্লেখ্য, সম্মেলনের দীর্ঘ চার বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এ কলেজে কমিটি ঘোষণা করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল