শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন 'শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব'র ১৮তম কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের মিনিঅডিটরিয়ামে এ অভিষেক অনুষ্ঠিত হয়।
শাবি প্রেসক্লাবের ১৮তম কমিটির সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল্লা আল মাসুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘শাবি প্রেসক্লাবের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকট, সম্ভাবনা ও গঠনমূলক সমালোচনা তাদের লেখনীর মাধ্যমে তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকান্ডে তাদের লেখনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।' এসময় প্রেসক্লাবের সাংবাদিকদেরকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম ও সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম, এপ্লাইড সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মুহসিন আজিজ খান, আইআইসিটির পরিচালক অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম, কেন্দ্রীয় গ্রন্থাগারের পরিচালক অধ্যাপক ড. আজিজুল বাতেন, শাবি প্রেসক্লাব নির্বাচন-২০২২ এর প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. ফারুক উদ্দিন, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান খাঁন, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. আবু সাঈদ আরেফিন খান, প্রথম ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. জায়েদা শারমিন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম, প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল, বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকবৃন্দ, শাবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো. ইউনুছ আলী, সাধারণ সম্পাদক মখলিছুর রহমান পারভেজ, বিভিন্ন দপ্তরের প্রধান, শাবি প্রেসক্লাবের সদ্য বিদায়ী সভাপতি জুবায়ের মাহমুদ, সহ-সভাপতি রাজীব হোসেন, যুগ্ম সম্পাদক জিএম ইমরান হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ, ছাত্রলীগের নেতাকর্মী, কর্মচারী ইউনিয়নেরর সভাপতি মো. ছাদেক আহমেদ, সহায়ক কর্মচারী সমিতির নেতৃবৃন্দ প্রমুখ। অনুষ্ঠানে শাবি প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত মুজিব শতবর্ষ ক্রীড়া প্রতিযোগতিার বিজয়ীদেরকেও ক্রেস্ট প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এএম