আজ ৯ নভেম্বর প্রখ্যাত শ্রমিক নেতা শহীদ আহ্সান উল্ল্যাহ মাস্টারের ৭২তম শুভ জন্মদিন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালিত হয়।
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: গিয়াসউদ্দীন মিয়া বুধবার সকাল ১০টার দিকে শহীদ আহসান উল্ল্যাহ্ মাস্টারের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। বিশ্ববিদ্যালয়ের শহীদ আহসান উল্ল্যাহ্ মাস্টার হল প্রশাসনের আয়োজনে শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার, ডিনবৃন্দ, পরিচালকবৃন্দ, হল প্রভোস্টবৃন্দ, আবাসিক ছাত্র, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন