ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী ইসমাইল খলিলের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজার পর নিহত শিক্ষার্থীর পরিবারকে বাস কোম্পানি কর্তৃক ১ কোটি টাকার ক্ষতিপূরণ প্রদানসহ পাঁচ দফা দাবিতে একই স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে প্রায় আধাঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। দ্রুত সময়ের মধ্যে সুরাহা না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত ৬ নভেম্বর বরিশাল থেকে ঢাকা যাওয়ার পথে ফরিদপুরে সাকুরা পরিবহনের বাস দুর্ঘটনায় ওই বাসের যাত্রী ইসমাইল খলিল আহতসহ অন্যরা হতাহত হয়। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার বেলা ১১টার দিকে ইসমাইলের মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে।
নিহতের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান, চিকিৎসায় অবহেলার কারণ তদন্ত, সাকুরা বাসের রুট পারমিট সাময়িক বাতিল, প্রত্যেক বাস জিপিএস ট্র্যাকিংয়ের আওতায় এনে অতিরিক্ত গতির জন্য স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা এবং স্পিডলক ব্যবস্থা কার্যকর করার দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। কর্তৃপক্ষের আশ্বাসে আল্টিমেটাম দিয়ে ওইদিন রাত ১১টার দিকে অবরোধ তুলে নেয় তারা।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়কে ইসমাইলের গায়েবানা জানাজায় উপাচার্য প্রফেসর ডা. মো. ছাদেকুল আরেফিনসহ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। জানাজা শেষে পাঁচ দফা দাবিতে মানববন্ধন এবং পরে মহাসড়কে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। এ সময় নিহতের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানসহ অন্যান্য দাবির বাস্তবায়ন চান তারা। অন্যথায় বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবির সাথে সংহতি প্রকাশ করে সাকুরা বাস কর্তৃপক্ষকে এ বিষয়ে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম। বিশ্ববিদ্যালয় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ওসি মো. আসাদুজ্জামান।
বিডি প্রতিদিন/এমআই