এইটথ ওয়ার্ল্ড কনফারেন্স অন মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশনের (মেডকম-২০২৩) ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক, গবষক ও সাহিত্যিক সরোজ মেহেদী। দ্য ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব নলেজ ম্যানেজমেন্টের (টিআইআইকেএম) ব্যবস্থাপনা পরিচালক ইসানকা পি. গমেজ বুধবার এক অফিসিয়াল চিঠিতে বিষয়টি নিশ্চিত করেন।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ২০২৩ সালের সালের ১৬-১৭ মার্চ অনুষ্ঠিত হবে ওই কনফারেন্স। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, নেদারল্যান্ড, অস্ট্রেলিয়াসহ পৃথিবীর বিভিন্ন দেশের মিডিয়া বিশেষজ্ঞরা অংশ নেবেন। মেহেদী বাংলাদেশসহ সারাবিশ্বে কনফারেন্স নিয়ে আয়োজিত কার্যক্রমে অংশ নেবেন। বাংলাদেশ থেকে অংশগ্রহণেচ্ছু যে কেউ সরোজ মেহেদীর সঙ্গে কনফারেন্সে যোগ দিতে পারেন। তার সুপারিশে রয়েছে ফান্ডের সুবিধাও।
বর্তমানে গ্রিন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সরোজ মেহেদী দেশ-বিদেশে নানা ধরনের সংগঠন ও সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন।
বিডি প্রতিদিন/আরাফাত