জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং ক্লাবের উদ্যোগে বিজহান্ট ১.০ নামে বিজনেস কেস কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার মার্কেটিং বিভাগের মিলনায়তনে এ প্রতিযোগিতার সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন ‘টিম এ-১ হান্টার্স’। এ দলের সদস্যরা হলেন মার্কেটিং বিভাগের উম্মে উয়মান, সাদিয়া বিনতে সালাউদ্দিন এবং সানজিদা আলম। দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছেন যথাক্রমে ‘দ্য সিম্পলিস্টিক’ এবং ‘সানিটারিয়াম’ দল।
মার্কেটিং ক্লাবের সভাপতি রায়হান জব্বার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বিজহান্ট ১.০’ মূলত একটি বিজনেস কেস প্রতিযোগিতা। যার মূল লক্ষ্য হচ্ছে তরুণদের আধুনিকায়ন এবং তাদের ভবিষ্যতে ব্যবসায়ীক সমস্যা সমাধানের জন্য প্রস্তুত করা। আমরা চাই ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীরা ব্যবসায় সম্পর্কিত প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের দক্ষ করে তৈরি করুক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম। প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো.জাকির হোসেন, অধ্যাপক ড. ইমরানুল হক, সহযোগী অধ্যাপক মাহমুদুল হাসান ফৌজি, সহযোগী অধ্যাপক ড. রাজিয়া সুলতানা সুমি, মার্কেটিং ক্লাবের মডারেটর সহযোগী অধ্যাপক মাহাদী হাসান জুয়েল এবং সহকারী অধ্যাপক মো. ফারিজুল ইসলাম।
অনুষ্ঠানে সকল বিচারক, শিক্ষক ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ