‘মুক্তবুদ্ধির জাদুবলে উদিত হোক যুক্তিস্নাত রাঙ্গা প্রভাত’ স্লোগানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ১৬ তম আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আইন বিভাগ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ডিবেটিং সোসাইটির সভাপতি সাঈদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাজুর সঞ্চালনায় বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পূর্ব অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয়েছে আইন বিভাগ এবং যৌথভাবে রানার্স আপ হয়েছে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ।
অনুষ্ঠানে ডিবেটর অব দ্য টুর্নামেন্টের পুরস্কার দেওয়া হয় মার্কেটিং বিভাগের জহির উদ্দিন এবং লোক প্রশাসন বিভাগের মহিন খানকে। এছাড়া ডিবেটর অব দ্য ফাইনালের পুরস্কার প্রদান করা হয় আইন বিভাগের মাইন আল মুবাশ্বিরকে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, সীমিত সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও বিভিন্ন কর্মকাণ্ডে আমরা অনেক দূর এগিয়ে আছি। শিক্ষার্থীরা সাংস্কৃতিক এবং সামাজিক অঙ্গনে এগিয়ে যাক আমরা এটা চাই। যারা বিতর্ক করে তারা কখনও খারাপ কাজে লিপ্ত হতে পারে না। আজকাল টকশোতে মারামারি কিংবা কাউকে কাউকে হেয় করা হয়, কিন্তু বির্তক থেকে অনেক কিছু শেখার আছে।
বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাজে সাম্প্রদায়িকতা এবং মন্দ দিকগুলো দূর হবে।
উল্লেখ্য, গত অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ৩২টি বিভাগের বিতার্কিকরা ‘এ সংসদ মনে করে জাতিসংঘ এখনও প্রয়োজনীয়’ টপিকের ওপর বির্তকে অংশ নেয়। বৃহস্পতিবার চূড়ান্ত পর্বের মাধ্যমে প্রতিযোগিতা শেষ হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল