‘তথ্য অধিকার-সুশাসনের অঙ্গিকার’ স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘তথ্য অধিকার সচেতনতা’ শীর্ষক র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে প্রশাসন ভবন চত্বর থেকে র্যালি শুরু হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বিশ্ববিদ্যায়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক ড. আমানুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের প্রধান উপাত্ত হচ্ছে তথ্যকে খুলে দেওয়া। তথ্য পেতে যেন কোন চ্যানেল বাঁধা না পায়। তবে তথ্য সরবরাহ ও সংরক্ষণের নিশ্চয়তা থাকতে হবে।’
বিডি প্রতিদিন/হিমেল